হালদায় ৩০ হাজার চিংড়ি পোনা জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১১ মে, ২০২২ at ৯:৫৮ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ৩০ হাজার চিংড়ি পোনা জব্দ করেছে। তাছাড়া পোনা শিকারের কয়েকটি ঠেলা জালও জব্দ করেছে।

হালদা নদীর সংযোগ কর্ণফুলীর মোহনায় আজ বুধবার(১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে পোনা ও ঠেলা জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, এখন হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। সামনের পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত এবং নদীতে পাহাড়ি ঢলের প্রকোপ ও আবহাওয়া অনুকূল থাকলে নদীতে মাছ ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।

ডিম ছাড়ার এই মৌসুমে নদীতে মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর লোভী মাছ শিকারী নদী থেকে চুরি করে মাছ শিকার করছে। মাছ চুরি রোধ করতে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ নদীতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

আজ নদীতে অভিযান পরিচালনা করে জব্দকৃত পোনাগুলো পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়েছে। নদীতে মাছ রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নৌ পুলিশ সূত্র।

পূর্ববর্তী নিবন্ধ১০০০ টাকার নোট বাতিলের কথাটি গুজব: বাংলাদেশ ব্যাংক
পরবর্তী নিবন্ধদীর্ঘ ছয় মাস পর বঙ্গোপসাগরে ইলিশের দেখা