সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
আজ শুক্রবার(১৩ মে) তাঁর মৃত্যুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম। ২০০৪ সাল থেকে তিনি আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালে স্ট্রোক হওয়ার পর থেকে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে জনসম্মুখে খুব একটা দেখা যেত না। এ সময় মূলত দেশ শাসন করে আসছিলেন তার সৎ ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।
শেখ খলিফা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবুধাবির ১৬ তম শাসক। বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান মারা গেলে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন।
যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা বিবিসি জানায়, তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে আমিরাতের প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। এক ঘোষণায় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ৪০ দিন শোক পালন করা হবে। এ সময় শুক্রবার থেকেই জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।
তাছাড়া, সব সরকারি ও বেসরকারি খাতে তিন দিন কার্যক্রম বাতিলের নির্দেশ দিয়েছে সরকার।
আমিরাতের সংবিধান অনুযায়ী, দেশের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম এখন হবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। দেশের ৭ টি আমিরাতের শাসককে নিয়ে গঠিত কেন্দ্রীয় পরিষদ আগামী ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন না করা পর্যন্ত আল-মাখতুম কাজ চালাবেন।
আর আবুধাবির শাসক হিসাবে শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের উত্তরসূরি হতে পারেন তার সৎ ভাই ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।
শেখ খলিফা প্রেসিডেন্ট হিসাবে তার শাসনের প্রথম দশকে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকার এবং আবুধাবি সরকার উভয় ক্ষেত্রেই বড় ধরনের পূনর্গঠনের কাজ করেছিলেন।
স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে খুব একটা দেখা না গেলেও তিনি নানা বিষয়ে নির্দেশনা দিতেন।