চট্টগ্রামে শাহ আমানত সেতুর কাছে আগুনে পুড়ে গেছে একটি বাস তবে সেই সময় চালক বা যাত্রীদের কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাকলিয়া থানার এসআই সোহেল রানা জানান, হানিফ পরিবহন নামের মিনিবাসটি কাউন্টারের সামনে রাখা ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এসময় বাসে কোনো যাত্রী, চালক, সহকারী কেউ ছিল না বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলী জানান, সাড়ে ১০টার একটু পর আগুন লাগার খবর পেয়ে তাদের একটি দল গিয়ে আগুন নেভায়।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।