সাতকানিয়ায় ইটবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম মো. জুনায়েদ (৫)।
এ ঘটনায় ট্রাকচালক মো. জাহাঙ্গীরকে আটক করেছে থানা পুলিশ। নিহত শিশুর বাবার অভিযোগ তার ছেলে প্রথমে ট্রাকের ধাক্কা খেয়ে আহত হয়। পরে চালক গাড়ি পেছনে নিয়ে গিয়ে চাকা দিয়ে পিষে দেয়। এতে জুনায়েদের মৃত্যু হয়।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, নিহত শিশুর পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
জানা যায়, আজ সকালে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জুনায়েদ ঘরের পাশে রাস্তায় খেলা করছিল। এসময় ইটবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় ট্রাকের চালক মো. জাহাঙ্গীরকে আটক করেছে থানা পুলিশ। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এদিকে, নিহতের বাবা তাজুল ইসলাম বলেন, “সকালে আমার ছেলে জুনায়েদ ঘরের পাশে রাস্তায় খেলা করছিল। এসময় দ্রুতগামী ইটবাহী একটি ট্রাকের ধাক্কা খেয়ে গুরুতয় আহত হয়ে জুনায়েদ রাস্তায় পড়ে ছিল। এরপর চালক জাহাঙ্গীর হঠাৎ ট্রাকটি পেছনে নিয়ে গিয়ে চাকা দিয়ে চাপা দিলে পিষে গিয়ে ঘটনাস্থলে মারা যায় সে। ট্রাকচালক ইচ্ছা করে আমার ছেলেকে ট্রাকের চাকায় পিষে দিয়ে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।”
একই অভিযোগ করেছেন এওচিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু ছালেহ।
তিনি জানান, শিশুটি প্রথমে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। পরে চালক ট্রাকটি পেছনে নিয়ে গিয়ে শিশুটিকে চাকার নিচে পিষে দেয়। এতে শিশু জুনায়েদ ঘটনাস্থলে মারা যায়।
সাতকানিয়া থানার এসআই মো. ছালামত উল্লাহ জানান, ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শিশু জুনায়েদ নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চালক ট্রাক পেছনে নিয়ে জুনায়েদকে চাকার নিচে পিষে মারার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটি তদন্তের বিষয়। শিশুটি কীভাবে চাকার নিচে পিষ্ট হয়েছে তা তদন্তকালে বেরিয়ে আসবে।
ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নিহত শিশুর পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
আজ সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পিতার হাতে এ টাকা তুলে দেন।