সাতকানিয়ায় বন্যাদুর্গতদের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করলেন এম এ মোতালেব সিআইপি

| বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ১২:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জরির চেক বিতরণ করেন।

এই সময় এম এ মোতালেব সিআইপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শত পরিবারের মাঝে এই গৃহনির্মাণ সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করা হবে। মানুষের দুর্যোগ মুহূর্তে আওয়ামী লীগ সবসময় পাশে ছিল এবং বর্তমানেও পাশে আছে। আমরা পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়াবো। ইতিমধ্যেই খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় এলাকার মানুষ খাদ্যসামগ্রী পেয়ে গেছেন। সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট নদী ও খাল পাড় ভাঙন রোধসহ বিধস্ত সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে।”

উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচালিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, পিআইও কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শিকদার, সেলিম উদ্দীন, আনম সেলিম উদ্দীন, উসমান আলী, লেয়াকত আলী, আবু সালেহ, মোজাম্মেল হক চৌধুরী, জসিম উদ্দিন, রিদোয়ানুল হক সুমন, সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রিয়াদ, মোহাম্মদ ইদ্রীস, মো. ইমরান, সাখাওয়াত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএবার নালায় পড়ে নিখোঁজ বাকলিয়ায়
পরবর্তী নিবন্ধশিবিরের বাইরে ঘোরাঘুরির সময় উখিয়ায় ৬৩ রোহিঙ্গা আটক