সাতকানিয়ায় সহকারী পুলিশ সুপার পরিচয় দেয়া ভুয়া পুলিশ গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৯:৫৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৩৬)।

এসময় তার কাছ থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের ব্যবহৃত ক্যাপ, বেল্ট ও গোয়েন্দা পুলিশের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত ও এসআই মাজহারুল ইসলাম সরকারের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছিলেন। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা রবি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ভুয়া পুলিশ মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, গ্রেফতার ভুয়া পুলিশ মো. সাইফুল ইসলাম সহকারী পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের ক্যাপ, বেল্ট ও গোয়েন্দা পুলিশের ব্যবহৃত জ্যাকেট পরিধান করে গাড়িতে বসা ছিল। তখন তার পরিচয় জানতে চাইলে নিজেকে কক্সবাজারের টেকনাফ থানার এসআই পরিচয় দেয়। পরে তার বিপি নম্বর ও আইডি কার্ড দেখতে চাইলে কিছুই দেখাতে পারেনি। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায় সে টেকনাফ থানার এসআই নয়, ভুয়া পুলিশ। এসময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার ভুয়া পুলিশ মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেওয়া হবে: এম এ মোতালেব সিআইপি