বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেওয়া হবে: এম এ মোতালেব সিআইপি

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ১০:২৪ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী কৃষকদের জীবনমান উন্নয়নে নানা প্রকার প্রণোদনা দিয়েছেন যা অতীতের কোনো সরকারই করে নাই। এই অঞ্চলে বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সরকারের পক্ষ হতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।”

তিনি আজ সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বন্যায়ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ধানের বীজ বিতরনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় সহকারী পুলিশ সুপার পরিচয় দেয়া ভুয়া পুলিশ গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু