সাতকানিয়ায় ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৪০ বছর।
আজ রবিবার(৭ আগস্ট) রাতে উপজেলার তেমুহনি এলাকায় নির্মিতব্য রেললাইনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সন্ধ্যায় কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনি এলাকায় নির্মিতব্য রেললাইনে ঘুরতে যাওয়া লোকজন পাশের ডোবায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সাতকানিয়া থানা পুলিশ রাত ১০টার দিকে গলিত মরদেহটি উদ্ধার করে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ৪০ বছর। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের পরনে কোনো পোশাক ছিল না।












