সাতকানিয়ায় ৩০ হাজার বিদেশী সিগারেটসহ গ্রেফতার ৪

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৯:৪১ অপরাহ্ণ

সাতকানিয়ায় ৩০ হাজার পিস বিদেশী সিগারেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকা থেকে তাদের গ্রেফতার ও সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশ জানান, ঘটনার দিন রাতে কক্সবাজার থেকে বিদেশী সিগারেটের একটি চালান চট্টগ্রাম যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. সামছুদৌহার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

রাত সাড়ে ৩টার দিকে দ্রুতগামী একটি মাইক্রোবাসকে সংকেত দিলে চালক গাড়ি থামানোর সাথে সাথে ৪ যাত্রী নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদেরকে ধাওয়া করে আটকের পর পালানোর কারণ জানতে চাইলে তাদের বহনকারী গাড়িতে বিদেশী সিগারেট থাকার কথা স্বীকার করে।

এরপর পুলিশ তাদের গ্রেফতার করে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলার নুরুল ইসলাম মাস্টারের বাড়ির মৃত মাহাবুবুল ইসলামের পুত্র হুসাইন মুহাম্মদ ঈসা খান প্রকাশ শাকিল (৩২), সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের রামপুর পিয়ারি বড় বাড়ির মৃত খুইল্লা মিয়ার পুত্র শাহাবুদ্দিন (২৮), কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা আবদুর রহমান ডিলারের বাড়ির মৃত আবু তাহেরের পুত্র মো. মিজান (৩২) ও বাঁশখালীর কালিপুর ইউনিয়নের সাতকানিয়া পাড়ার আবু সৈয়দের পুত্র মো. হামিদ (২৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াবা আটক মামলায় আসামীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধযেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র