সাতকানিয়ায় বন্দুকসহ গ্রেফতার ১

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৮:১৮ অপরাহ্ণ

সাতকানিয়ায় দেশীয় তৈরি একটি এক নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার যুবকের নাম জামাল হোসেন (২৫)।

গতকাল শুক্রবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার জামাল হোসেন ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা চৌধুরী হাট এলাকার মজুর বর বাড়ির মোবারক হোসেনের পুত্র।

পুলিশ জানান, ঘটনার দিন রাতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম ও এসআই প্রবীণ দেবের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছিল। এসময় পুলিশ চট্টগ্রামমুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে সংকেত দিলে অটোরিকশাটি থামানোর সাথে সাথে একজন দৌড় দিয়ে পালিয়ে জনার কেঁওচিয়া বরুমছড়ায় ঢুকে পড়ে।

তখন পুলিশ ধাওয়া করে বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেহ তল্লাশিকালে শপিং ব্যাগের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গ্রেফতার জামাল হোসেনের বিরুদ্ধে থানার এসআই প্রবীণ দেব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী র‌্যা‌বের হা‌তে অস্ত্রসহ আটক ১
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা-নৌ বাহিনী