সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা-নৌ বাহিনী

আজাদী অনলাইন | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ১১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে সকালে লাগা আগুন নেভাতে রাতে যোগ দিয়েছেন সেনা ও নৌ বাহিনীর সদস্যরা; বিমান বাহিনীর একটি দলও ঘটনাস্থলে এসেছে।

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) রাতে আগুন নেভানোর কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা এলাকার নেমসন কন্টেইনার ডিপো সংলগ্ন একটি তুলার গুদামে আগুন লাগে; পর্যাপ্ত পানি না পাওয়ায় দীর্ঘ চেষ্টাতে আগুন রাতেও নেভানো সম্ভবপর হয়নি।

এরপর রাতে সেনা ও নৌ বাহিনীর ছয়টি ইউনিট কাজ শুরু করে এবং বিমান বাহিনীর একটি দলও ঘটনাস্থলে এসেছে বলে জানান এনডিসি তৌহিদুল।

ওই গুদামে ইউনিটেক্স নামে একটি কোম্পানির দুই হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল বলেও জানান তিনি।

এর আগে সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনের সময় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছিলেন।

তিনি তখন সাংবাদিকদের বলেন, গুদামটিতে পানির কোনো রিজার্ভার নেই। পার্শ্ববর্তী নেমসন কন্টেইনার ডিপোর আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের মজুদ করা পানিও শেষ হয়ে গেছে যে কারণে দূর থেকে পানি আনতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

এদিকে, রাতে জেলা প্রশাসনের গঠন করা কমিটিতে প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক বদিউল আলমকে।

এনডিসি তৌহিদুল জানান, কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার একজন, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একজন করে প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলার ইউএনও ও থানার ওসি, বিটিএমসি, বিটিএমইএ ও বিস্ফোরক পরিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

আগুন নেভাতে কুমিরা স্টেশনের পাশাপাশি সীতাকুণ্ড এবং শহর থেকে আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের আরও কয়েকটি ইউনিট যোগ দিয়েছে। সবমিলিয়ে আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, দুর্ঘটনাস্থলের আশেপাশে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে আগুন অন্য দিকে ছড়িয়ে না পড়ে। আগুন গুদামের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্দুকসহ গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধভোটাররা কোন দলকে ভোট দিয়েছে সেটা কমিশনের দেখার বিষয় নয়