সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)।
৮৭ বছর বয়সে তিনি সোমবার প্রথম প্রহরে মৃত্যুবরণ করেন।
এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহচর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ফরিদপুর-২ আসনে সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি এক সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
তিনি উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত মাসের শেষের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হন।
সাজেদার ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, “রাত ১২টা ১৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে প্রাঙ্গণে। তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে ৷
সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এ তথ্য জানান ৷
তিনি আরও জানান, সিএমএইচের মরচুয়ারিতে নেওয়া হয়েছে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ।
সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে ফরিদপুরে। বাদ জোহর তার নির্বাচনী এলাকা নগরকান্দায় হবে দ্বিতীয় নামাজে জানাজা। বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে সাজেদা চৌধুরীকে।