বেলারুশে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়েছে রাশিয়া। ওয়ারহেড এরই মধ্যে মোতায়েনের পথে আছে বলে জানিয়েছেন বেলারুশের নেতা।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার বাইরে ক্রেমলিন এই প্রথম এ ধরনের বোমা মোতায়েন করছে।
বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন গত ২৫ মার্চ রাষ্ট্রীয় টিভিতে।
এরপর গতকাল বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে চুক্তি সই করেন।
পুতিনের সই করা নির্দেশনামা মোতাবেক কৌশলগত পারমাণবিক অস্ত্র এরই মধ্যে মোতায়েনের পথে আছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো যদিও এ বিষয়ে ক্রেমলিন থেকে নিশ্চিত করে কিছু এখনও জানানো হয়নি।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, “পশ্চিমা দেশগুলো সম্মিলিতভাবে আমাদের দেশগুলোর বিরুদ্ধে প্রকৃতই অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।”
ইউক্রেইনে সশস্ত্র সংঘাত দীর্ঘায়িত করতে পশ্চিমারা যা কিছু করা সম্ভব তা করছে বলে মন্তব্য করেন শোইগু।
মস্কোয় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, “পারমাণবিক অস্ত্র মোতায়েন এরই মধ্যে শুরু হয়ে গেছে।”
অস্ত্র এরই মধ্যে বেলারুশে চলে গেছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সম্ভবত। আমি যখন যাব, তখন বিষয়টি খতিয়ে দেখব।”