সেই রিকশাচালক পুরস্কৃত

আজাদী অনলাইন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৫:৩৮ অপরাহ্ণ

গত রবিবার(১৭ জুলাই) দিনগত রাত ১টায় রিকশায় চড়ে নগরীর জিইসি এলাকার সাদিয়া’স কিচেনের সামনে থেকে ষোলশহরের দিকে যাচ্ছিলেন এক গৃহবধূ। এ সময় ৩ যুবক রিকশার গতিরোধ করে ফ্লাইওভারের নিচের একটি অস্থায়ী টং ঘরের ভেতরে নিয়ে যায় তাকে। সেখানে ৬ জন তাকে ধর্ষণ করে। গৃহবধূটির চিৎকার শুনে রিকশাচালক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূটিকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে।

জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে ঘটনাটি তৎক্ষণাৎ খুলশী থানাকে জানিয়েছিলেন যে রিকশাচালক তার নাম মো. আব্দুল হান্নান। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূটিকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে তিন ধর্ষণকারীকে গ্রেফতার করেছিল।

সেই কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কার্যালয়ে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় রিকশাচালক মো. আব্দুল হান্নানের হাতে পুরস্কার তুলে দেন আজ বুধবার(২০ জুলাই) দুপুরে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধ১৩ লাখ টাকা দাবি করে ২ অপহরণকারী গ্রেফতার