১৩ লাখ টাকা দাবি করে ২ অপহরণকারী গ্রেফতার

আজাদী অনলাইন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৮:২৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া থানাধীন ইসলামপুর এলাকার দুর্গম পাহাড় এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় এক অপহৃতকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় মামুন(২৫) ও বেলাল(২৫) নামে অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নগরীর কোতোয়ালী থানার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মো. কামাল উদ্দিন নামে এক যুবককে অপহরণ করে ১৩ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

গতকাল মঙ্গলবার(১৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কামাল উদ্দিনের ছোট ভাই জয়নাল আবেদীন থানায় অভিযোগ করেন।

আজ বুধবার(২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাঙ্গুনিয়া থানাধীন ইসলামপুর এলাকার দুর্গম পাহাড় এলাকা থেকে কামাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় মামুন ও বেলালকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গত সোমবার দুপুরের দিকে কামাল উদ্দিন নামে এক যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছ থেকে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার দুর্গম পাহাড় থেকে কামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেই রিকশাচালক পুরস্কৃত
পরবর্তী নিবন্ধসরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে ২৫%