রাউজানের পশ্চিম গুজরার মগদাই গ্রামে মোহাম্মদ হারুন নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধূ উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝিপাড়ার শিক্ষক নুরুল হুদার কন্যা।
জানা যায়, রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের চাঁদের দীঘির পাড়ের বাসিন্দা প্রবাসী হারুন বিগত ছয় মাস আগে বিয়ে করেছিলেন মোজাহেদা মিনা(১৮)কে।
মিনার বাবার অভিযোগ স্বামীর অনুপস্থিতিতে ছয় ননদ তাকে মানসিক নির্যাতনের মধ্যে রেখেছিল। তারাই তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে।
স্থানীয়রা বলেছেন, আজ মঙ্গলবার(১৬ আগস্ট) দুপুরে স্বামীর ঘরের একটি কক্ষে পাখার সাথে ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিনের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আত্মহননকারী মিনা’র বাবা নুরুল হুদা বলেছেন গত ছয় মাস আগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। স্বামীর পরিবারে তার মেয়ে যাওয়ার পর থেকে গ্রামের আশেপাশে বিয়ে দেয়া স্বামীর ছয় বোনের মানসিক নির্যাতনে অতিষ্ট ছিল তার মেয়ে।
তার অভিযোগ তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মরদেহ উদ্ধাকারী পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, উদ্ধার করা গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।












