রাউজানে চুলার আগুনে দগ্ধ চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ১:৩৮ অপরাহ্ণ

রাউজানে গ্যাসের চুলার আগুনে দগ্ধ এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সানজিদা সুলতানা নামের ২২ বছর বয়সী ওই গৃহবধূর গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয়।
 
সানজিদা সুলতানা মইশকরম গ্রামের মুহাম্মদ রাসেলের স্ত্রী।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন। এতে তার শরীরের ৬০ শতাংশের বেশি দগ্ধ হয় বলে জানান চিকিৎসকরা।

উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বেড়াতে গিয়ে সড়কে একই পরিবারের নিহত ৩