চট্টগ্রামে ২ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ১২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুই জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয়নি। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত একজন নগরীর অন্যজন পটিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে
পরবর্তী নিবন্ধরাউজানে চুলার আগুনে দগ্ধ চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু