মহানবী(সাঃ)কে কটুক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়া ওলামা পরিষদের বিক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ১১:৫৪ অপরাহ্ণ

মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার (১০ জুন) বিকালে রাঙ্গুনিয়া ওলামা পরিষদের উদ্যোগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছেন কয়েক হাজার নবীপ্রেমী মুসলিম জনসাধারণ।

বিক্ষোভ মিছিলটি বিকাল ৪টার দিকে চন্দ্রঘোনা সূফিগোট্টা থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে লিচুবাগানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া ওলামা পরিষদ সভাপতি মাওলানা আনাস মাদানীর সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মাওলানা নুরুল আজিম, মাওলানা মুবিনুল হক, মাওলানা সিরাজদৌল্লা, মাওলানা হাবিবুল্লাহ, মুফতি মাওলানা মুহাম্মদ জসীম, মুফতি গিয়াসউদ্দিন, মুফতী দিলদার বিন কাসেম, রহমত উল্লাহ শাহীন, ক্বারী ইসমাঈল,মাওলানা রফিক, নুর কবির, আব্দুল হামিদ,বলিয়াকত আলী, হাবিবুল্লাহ রাব্বানি, নুরুল আমিন, আব্দুল আজিজ, হাফেজ সফিউল আলম, মো. মামুন, মো. আরিফ, মো. নেজাম, মোহাম্মদ বিন মাহবুব, মো. তোয়াসিন প্রমুখ।

সমাবেশে নবীর প্রতি কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনতে ভারতের প্রতি আহ্বান জানানো হয় এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়। ভবিষ্যতেও কেউ যেন এই ধরনের নবী অবমাননাকর কথা বলতে না পারে সেজন্য প্রয়োজনে আইন করার জন্যও ভারতের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সেইসাথে দেশের মুসলিম জনসাধারণকে ভারতীয় পণ্য ও ভারতীর চ্যানেল বয়কটের আহ্বান জানান আন্দোলনকারীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাস থেকে ফিরেই ভাই-ভাবি-বাবাকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধচন্দনাইশে জাহিদুল হত্যাকাণ্ডের আসামী পিরোজপুর থেকে গ্রেপ্তার