চন্দনাইশে জাহিদুল হত্যাকাণ্ডের আসামী পিরোজপুর থেকে গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ১১:৫৮ অপরাহ্ণ

চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারাস্থ জিহস ফকিরপাড়া এলাকায় কিশোর গ্যাং-এর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম আউয়াল হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ১ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পিরোজপুর জেলা থেকে আজ শুক্রবার(১০ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. বাহাদুর মিয়া(৩৫)। তিনি জাহিদ হত্যা মামলার ৭নং আসামী এবং জিহস ফকিরপাড়া এলাকার আবু তাহেরের পুত্র।

উল্লেখ্য, গত ১৮ মে রাতে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার তিন শিক্ষার্থী চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড জিহস ফরিকপাড়া এলাকায় বেড়াতে যায়।

এসময় পূর্বের ঘটনার জের ধরে কিশোর গ্যাং-এর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তখন ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল (১৮), আলমগীর হোসেনের পুত্র এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন সানি (২২) এবং শাহেদুল ইসলামের পুত্র এসএসসি পরীক্ষার্থী সাগর আহমদ (১৬)।

স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২০ মে রাতে নিহত জাহিদের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে এলাকাবাসী।

সর্বশেষ গত ৯ জুন সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা। সমাবেশ থেকে জাহিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় প্রশাসনের প্রতি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কলেজ শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, বোয়ালখালী, ধোপাছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত ছিল।

সর্বশেষ এই মামলার ৭নং আসামী বাহাদুর মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুর জেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল শনিবার(১১ জুন) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহানবী(সাঃ)কে কটুক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়া ওলামা পরিষদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা