কাপ্তাই সড়কে আবারও গাছ পড়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আবারও গাছ পড়ে যান চলাচল বন্ধের ঘটনা ঘটেছে। ১২ ঘণ্টার ব্যবধানে সড়কের রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর ও চন্দ্রঘোনা কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

আজ শনিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে কদমতলী এলাকায় গাছ ভেঙে পড়ায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় গাছ সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, রাতভর ভারী বৃষ্টিপাতের পর বেলা ১২টার দিকে কাপ্তাই সড়কের কদমতলী এলাকায় একটি গাছ ভেঙে পড়ে। সড়কের উত্তর পাশ থেকে ভেঙে পড়া বিশালাকৃতির গাছটি ছিল একটি নিম গাছ। এটির গুড়ি থেকে মাটি সরে যাওয়ায় ভেঙে পড়ে। এটি ভেঙে পড়ার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর এলাকায় শুক্রবার রাত ১১টার দিকেও একটি গাছ ভেঙে পড়েছিল। সেটি স্থানীয়রা সরিয়ে নিয়েছিল।

স্থানীয়রা জানান, শুধু গত কয়েক মাসেই সড়কের রাঙ্গুনিয়া অংশে অন্তত ১০ বার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় অল্পের জন্য সাধারণ মানুষ ও যানবাহন দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। সড়কে গাছ ভেঙে পড়ার ঘটনায় ইতিপূর্বে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এম্বুল্যান্সও ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছিল। এভাবে প্রায়ই সড়কে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটলেও এই নিয়ে সংশ্লিষ্টদের তেমন কোনো তৎপরতা দেখা যায় না বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া-কাপ্তাই অংশের ওয়ার্ক সুপারভাইজার রাসেল দেওয়ান বলেন, “যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও বিভিন্ন নিয়ম অনুসরণ করে সড়কের গাছ কাটতে হয়। এসব গাছ কাটতে গেলেও ঝামেলা, সহজে কাটা যায় না। তবে যে গাছগুলো সড়কে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোর ডালপালা আমরা কেটে থাকি। গাছ ভেঙে পড়ার বিষয়টি উর্ধ্বতন মহলে জানানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবক নিহত
পরবর্তী নিবন্ধবায়েজীদ বোস্তামী থানা আওয়ামী লীগের দোয়া মাহফিল