চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ পড়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১০:৩৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ ভেঙে পড়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গাছ পড়ার কারণে দুই পাশে গাড়ি আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

আজ রবিবার(১৯ জুন) বিকাল ৫টার দিকে উপজেলা সদরের ইছাখালী ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে কাপ্তাই সড়কের ভূমি কার্যালয়ের সামনে, পোমরা জিয়ানগর ও ইছাখালী জাকিরাবাদ এলাকায় বিকেলের বিভিন্ন সময়ে সড়কে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় এসব গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ভূমি কার্যালয়ের সামনে বড় গাছ পড়ার কারণে সরিয়ে নিতে একটু বেগ পেতে হয়।”

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “ভারি বৃষ্টির কারণে গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে গাছগুলো সড়কে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছগুলো সরিয়ে নেন।”

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গাছের ডাল ভেঙে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা