রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের চামবা ঘোনা এলাকার একটি পাহাড়ে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় গত ২২ আগস্ট ভুক্তভোগী ওই কিশোরীর পিতা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় মো. বখতিয়ার (২৩) নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত বখতিয়ার একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবু সৈয়দের ছেলে। তবে মামলা দায়েরের এক সপ্তাহের বেশি সময় পার হলেও অভিযুক্ত বখতিয়ারকে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই কিশোরীর পরিবার।

মামলার এজাহার ও কিশোরীর পিতার সাথে কথা বলে জানা যায়, ওই কিশোরীর বিয়ে হলেও তার স্বামীর সাথে ভালো সম্পর্ক না থাকায় সে তার বাড়িতেই থাকে। গত ২০ আগস্ট বিকেলে তার মেয়ে ঘর থেকে বের হয়ে খামার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেয়। আনুমানিক সোয়া ৩টার দিকে তার মেয়েকে একা পেয়ে অভিযুক্ত বখতিয়ার আম বাগানের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় কয়েকজন ব্যক্তি এগিয়ে গেলে সেই স্থানে আসামী ও তার মেয়েকে একত্রে দেখে।

প্রত্যক্ষদর্শীরা মেয়ের পিতাকে বিষয়টি জানায়। পরে মেয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে ইশারায় বুঝায় তাকে ধর্ষণ করেছে বখতিয়ার। পরে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। তাই তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিচার পেতে থানায় মামলা করেছেন।

পরদিন মেয়েটির মেডিকেল পরীক্ষা করানো হয়। ভুক্তভোগী কিশোরীর পিতা আসামীকে গ্রেফতার করে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, ঘটনাটি সাজানো নাটক বলে দাবী করেন বখতিয়ারের পরিবার। তার পরিবারের পক্ষে তার ভগ্নিপতি মো. সেলিম বলেন, “আমাদের পরিবারের সম্মান ক্ষুণ্ন করার জন্য এই মিথ্যা নাটক সাজানো হয়েছে।” তবে পরক্ষণেই সেলিম দোষ শিকার করে বাদী পক্ষের সাথে সামাজিকভাবে মীমাংসার জন্য বসতে চেয়েছেন বলে জানান কিন্তু তারা আর্থিক লেনদেনে রাজি হচ্ছে না বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “ধর্ষণের অভিযোগে একটি মামলা নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধটস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআইস ফ্যাক্টরি রোডে জাল নোট তৈরির কারখানা