রাঙ্গুনিয়ায় দু’টি অজগর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৮:৪২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে দু’টি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার পোমরা ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম সাবস্টেশন থেকে সাপ দু’টি উদ্ধার হয়। এগুলো যথাক্রমে ১২ ও ১৩ ফুট দৈর্ঘ্যের এবং ২০ ও ১৫ কেজি ওজনের। পরে বনগ্রাম থেকে উদ্ধার অজগরটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রেখে দেয়া হয়েছে৷ আর অন্য অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শীতল পাল বলেন, “আজ শুক্রবার (১৮ নভেম্বর) জুম্মার নামাজের সময় বনগ্রাম সাবস্টেশন এলাকায় ১২ ফুট দৈর্ঘ্যের এবং আনুমানিক ২০ কেজি ওজনের একটি অজগর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। খবর পেয়ে এটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার পোমরা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের এবং আনুমানিক ১৫ কেজি ওজনের আরও একটি অজগর উদ্ধার করা হয়। এটিকে চিকিৎসা দিয়ে আজ শুক্রবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে৷ এসময় কোদালা বিট কর্মকর্তা মাহমুদুল হাসান পলাশ এবং শেখ রাসেল এভিয়ারী ও ইকো পার্কের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।”

এর আগে গত ১৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজীপাড়া গ্রামের হাজির ঢালায় কৃষি জমি থেকে ১২ কেজি ও ৮ কেজি ওজনের ১২ ও ৫ ফুট লম্বা দু’টি অজগর উদ্ধার করে বেতাগী সিরিয়ার মুখ কর্ণফুলী নদীর তীরে জঙ্গলে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশৃঙ্খলা করলে জনগণই প্রতিহত করবে বিএনপিকে
পরবর্তী নিবন্ধবিয়ার নিয়ে স্টেডিয়ামে নয়