ওমানে ভবন থেকে পড়ে রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:২৪ অপরাহ্ণ

ওমানে ভবন থেকে পড়ে মোহাম্মদ মামুন (২৮) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসী মারা গেছে। ওমানের মুবালা সানাইয়া ৮ নম্বর এলাকার একটি ভবনের তিনতলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাহেব নগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা আনোয়ারা বেগম ছেলের জন্য বার বার মুর্ছা যাচ্ছেন। কান্না যেন থামছেই না তার। কান্নারত অবস্থায় ছেলের মরামুখটি অন্তত শেষবারের মতো দেখার আকুতি জানাচ্ছেন তিনি।

তার স্বজন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী রুস্তম জানান, ওমানে নিহত মামুন দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তার ভিসা-পতাকার মেয়াদ শেষ হলে অর্থ সংকটে তা আর বাড়াতে পারেননি। গত ১০ আগস্ট ওমানের মুবালা সানাইয়া ৮ নম্বর এলাকায় তার আবাসস্থলের একটি ভবনের তৃতীয় তলা থেকে দুর্ঘটনাবশত পড়ে যায় মামুন। তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের বাবা নুরুল ইসলাম জানান, চার ভাইয়ের মধ্যে সবার বড় সন্তান ছিল মামুন। পরিবারে সচ্ছলতা আনতে গত দশ বছর আগে অল্প বয়সে ওমানে যায় সে।

মামুনের লাশ দ্রুত দেশে আনতে সরকারের সাহায্য চেয়েছেন তার বাবা-মা ও স্বজনরা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই নিরীহ ব্যক্তিকে গুলিতে হত্যা করেছে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইউনিয়ন ছাত্রলীগের ১৯ নেতা বহিষ্কৃত