রাঙ্গুনিয়ায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৮:৪৫ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ইউনুছ মিয়া (৫৯) হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের খিলমোগল গ্রামের জেবল হোসেনের ছেলে। আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা হাবিবুর রহমানকে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।”

থানা সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সকালে অভিযুক্ত হাবিবুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নিহত ইউনুছ মিয়ার ঘরের সামনে এসে জড়ো হয়। এক পর্যায়ে তার বসতঘরের ঘেরাবেড়া ভাঙচুর করে তারা। এসময় নিহত ইউনুছ মিয়া ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউনুছ মিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড খিলমোগল খামারীপাড়া এলাকার বাসিন্দা।

এই ঘটনায় তার সন্তান মো. রাসেল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে পিবিআই চট্টগ্রাম গত বছরের ২৫ ডিসেম্বর তদন্ত শেষে এই ১২ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। ইতিমধ্যেই মামলার ৭নং আসামী মনির আহাম্মদকে পিবিআই চট্টগ্রাম গ্রেফতার করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী সীমান্তে হা‌তির হামলায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে রেস্টুরেন্টে পচা-বা‌সি খাবার প‌রি‌বেশন করায় ৪০ হাজার টাকা জ‌রিমানা