বাঁশখালী সীমান্তে হা‌তির হামলায় বৃদ্ধের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ির পূর্ব পাহাড়ের শেষ সীমানা ও চকরিয়ার আজিজ নগর ওয়াবিয়া ঘোনা এলাকায় হা‌তির হামলায় ফকির মোহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রা‌তে সংঘ‌টিত ঘটনায় নিহত ফকির মোহাম্মদ চকরিয়ার হারবাংয়ের ভিলেজার পাড়ার মৃত মো. হাসা‌নের পুত্র। তিনি গত ২৫ বছর ধরে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব-পুঁইছড়ি বশিরা বাড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

বিষয়‌টি নিশ্চিত করেন আজিজ নগর অভয়ারণ্য বিটের কর্মকর্তা মো. কামরুল হাছান বাচ্চু।

এ ব্যাপারে নিহত ফকির মোহাম্মদের আত্মীয় মো. এহসান বলেন, “মঙ্গলবার বিকেলে পুঁইছড়ি থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে গহীন বনের হরিণ হাইয়া নামক জায়গায় এক বাগান থেকে পেয়ারা আনতে যান ফকির মোহাম্মদ। তার সাথে তখন আরও অংশীদার ছিলেন। সেখানে রাতে থেকে পরদিন পেয়ারা নিয়ে ফেরার কথা। যাত্রাপথে বন্যহাতি তাদের তাড়া করলে অন্যরা পালিয়ে গেলেও ফকির মোহাম্মদ হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

বাঁশখালীর জলদী অভয়ারণ্য রেঞ্জ-এর পুঁইছড়ি বনবিট কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, “বাঁশখালীর পুঁইছড়ির সীমান্তবর্তী চকরিয়ার আজিজ নগরে ওয়াবিয়া ঘোনার পরে এ ঘটনা ঘটে। এটা আমাদের আওতাধীন এলাকা নয়। লাশটি বাঁশখালীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প‌রিবা‌রের লোকজন তার লাশ দাফনও ক‌রে‌ছে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে দুইজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার