রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই-ভাবী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ৯:০৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই ও ভাবীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

আজ রবিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ভূজপুর থানার শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের উকিল আহমেদের ছেলে খোরশেদ আলম(৪৫) এবং তার স্ত্রী খালেদা বেগম(৪০)।

গত ৯ এপ্রিল বিকাল ৫টার দিকে বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে লোহার শাবল দিয়ে তারা ছোট ভাই জানে আলমকে(৪২) আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এই ঘটনায় তার স্ত্রী জ্যোৎস্না বেগম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় খোরশেদ আলম ও খালেদা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে তারা পালিয়ে বেড়াচ্ছিল।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত জানে আলম দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সময় কষ্টার্জিত অর্থ তার ভাই আসামি খোরশেদ আলমের কাছে পাঠাতেন। পরবর্তীতে জানে আলম দেশে ফিরে আসার পর তার ভাই খোরশেদ আলমের কাছে বিদেশ থেকে পাঠনো টাকা ফেরত চাইলে খোরশেদ উক্ত টাকা ফেরত দিতে অস্বীকার করে। এ কারণে তার ভাবী মামলার ১নং আসামি খালেদা বেগম ওরফে শামীম এবং ভাই ২নং আসামি খোরশেদ আলমের সাথে ছোট ভাই জানে আলমের বিরোধ সৃষ্টি হয়। জানে আলম বিরোধ পছন্দ না করার কারণে আলাদা বাড়ি করে বসবাস করেছিছেন কিন্তু আসামি খোরশেদ আলম ও তার স্ত্রী খালেদা বেগম সামান্য কথা কাটাকাটির জেরে লোহার শাবল দিয়ে আঘাত করে জানে আলমকে নির্মমভাবে হত্যা করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “জানে আলম হত্যা মামলায় তার ভাই-ভাবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মুক্তিপণ নিতে এসে অপহরণকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচলন্ত শাটলে মোবাইল ছিনতাই, চবি শিক্ষার্থীর লাফ