রাঙ্গুনিয়ায় ছকিনা বেগম নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাওলানা গ্রামের মৃত আবদুল হাকিমের স্ত্রী।
এই ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা নেয়া হয়েছে। পরে নিহতের পুত্রবধূ রবিজা বেগম(৩৫)কে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাওলানা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধার মেয়ে একই ইউনিয়নের সৈয়দুর খিল এলাকায় বিয়ে হওয়া মনোয়ারা বেগম বলেন, “আমার মা নিজে বিষ খাননি। তাকে বিষ পান করানো হয়েছে।”
কে পান করিয়েছেন, কেন করিয়েছেন সেই বিষয়ে জানতে চাইলে তিনি তার প্রবাসী ভাই মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী রবিজা বেগমের বিরুদ্ধে অভিযোগ করে জানান, রবিজা ও তার কন্যা হিরা আক্তারই তার মাকে বিষ পান করিয়ে হত্যা করেছেন কারণ তারা কেউই তার বৃদ্ধা মাকে পছন্দ করতেন না। তারা সবসময়ই তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন।
মনোয়ারা জানান, গত কোরবানির পর হতেই তার মা বিভিন্নজনের ঘরে গিয়ে গিয়ে খাওয়া-দাওয়া করতেন, তাকে বাড়িতে খাবার খেতে দিতেন না। অন্যদিকে তারা তাকে দিয়ে ৪-৫ টা গরুর লালন-পালন করাতেন।
মনোয়ারা আরও বলেন, “আমার মা হজ করেছেন। তিনি নিজ থেকে কখনই আত্মহত্যা করতে পারেন না।”
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিষ পান করেছেন সেটা জানার পরও ওই বৃদ্ধা অনেকক্ষণ জীবিত ছিলেন কিন্তু কেউই তাকে হাসপাতালে নিয়ে যায়নি। জীবিত অবস্থায় বৃদ্ধা তার পুত্রবধূর অনেক নির্যাতন সয়েছেন।
গ্রেফতারের আগে মৃত বৃদ্ধার মেয়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রবিজা বেগম বলেন, “আমি, আমার মেয়ে এবং শাশুড়ি এক প্রতিবেশী অসুস্থ চাচী শাশুড়িকে দেখতে গিয়েছিলাম। সেখানে চা-নাস্তা খাওয়ার জন্য তারা আমাকে আসতে দিচ্ছিলেন না। তাই আমি সেখানেই ছিলাম কিন্তু আমার মেয়ে ও শাশুড়ি আমাকে রেখে বাড়িতে ফিরে যান। কিছুক্ষণ পর বাড়ির পাশে আসলে আমার স্বামী বিদেশ থেকে ফোন দেন। তাই আমি কথা বলতে বলতে বাড়ির পাশে যাই। সেই সময় আমার মেয়ে হিরা চিৎকার করে বলতে শুরু করে মা, দাদু নাকি বিষ খেয়েছে। মেয়ে যখন এ কথা বলছে তখন আমার স্বামীও ফোনে সেই কথা শুনেছেন। আমার স্বামী তখন বলেন তুমি একা বাড়িতে ঢুকিও না। কাউকে সঙ্গে নিয়ে যাও। তাই আমি সৎ শাশুড়ির ছেলে ও আরও কয়েকজনকে সাথে নিয়ে ঘরে ঢুকেই দেখি এ অবস্থা। আমার বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই মিথ্যা।”
এদিকে, ঘটনাস্থলে যাওয়া দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, “দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং এলাকার স্থানীয় মেম্বার ও প্রতিবেশীদের নিয়ে ঘরে ঢুকে দেখি মরদেহ মৃত অবস্থায় শোয়ানো আছে। মরদেহ থেকে ও কক্ষটিতে বিষের গন্ধ পাওয়া যায়। একটি বিষের বোতলও ঘটনাস্থল থেকে উদ্ধার করি। আমরা মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে মনোয়ারা বেগম বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনা মামলা করলে সেই মামলায় গৃহবধূ রবিজা বেগমকে গ্রেফতার করি।”