চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এদিন রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ জেলের নাম জগদীশ দাশ (৬৪)৷ তিনি রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের বাচাশাহ নগর মহত্তরখীল গ্রামের মৃত শশিন্দ্র দাশের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম জানান, দুপুর সোয়া ১টার দিকে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জগদীশ দাশ নামের এই জেলে। কর্ণফুলী নদীর হযরত কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় নদীর মাঝ বরাবর গেলে বাতাস ও পানির ঘূর্ণির চক্রে পড়ে তিনি নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যান।
এরপর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুল রহমান বলেন, “দুপুর ৩টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। আমরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম এবং ওই সময়ে জেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতের মধ্যে উদ্ধার না হলে সকালে আমাদের ডুবুরি দল দিয়ে তার খোঁজ চালানো হবে।”