রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও পৌরসভার সীমান্তে অবস্থিত কর্ণফুলী জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ লক্ষাধিক টাকার পাট পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জুট প্রসেসিং মেশিনের ঘর্ষণের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তারা।
জুটমিলের ইউনিটেক্স গ্রুপের হেড অভ এডমিন সৈয়দ মসিহ উদ্দিন আহমেদ রাজু জানান, মাঝেমধ্যেই মেশিনের ঘর্ষণে আগুন ধরে যায়। তবে এবারের আগুন কর্ণফুলী ফ্যাক্টরির জুটে ছড়িয়ে পড়লে ৪০ টন প্রসেসড পাট পুড়ে গেছে। এতে আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান বলেন, “দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনে কর্ণফুলী জুট মিলসের ইউনিটেক্স গ্রুপের ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিজ লি.-এর জুট প্রসেসিং সেকশনের ৩০x২০ ফুট জুটের স্তূপ পুড়ে যায়। জুট প্রসেসিং মেশিনে ঘর্ষণজনিত কারণে আগুন লাগে।”