৪০ নম্বর ওয়ার্ডে ৩ ঘণ্টায় ৮৪ অবৈধ জন্ম নিবন্ধন

আজাদী অনলাইন | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি কাউন্সিলর কার্যালয়ের একই পাসওয়ার্ড অন্য কেউ ব্যবহার করে তিন ঘণ্টায় অবৈধভাবে করে নিয়েছে ৮৪টি জন্ম নিবন্ধন।

অজ্ঞাত স্থান থেকে করা এই কাজটির ব্যাপারে বুঝতে পেরে আইডিটি’র পাসওয়ার্ড পরিবর্তন করেন কাউন্সিলর কার্যালয়ের আইটি কর্মকর্তারা।

আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের আইডিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাউন্সিলর কার্যালয়ের জন্মনিবন্ধন আইডিতে ১৫টি নিবন্ধন অনুমোদন দেওয়া হলেও অন্য পাশে নিয়ন্ত্রণে থাকা একই আইডি থেকে ৮৪টি নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। জন্মনিবন্ধনের কাজ করার সময় আর্থিক লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ্য করে কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পাসওয়ার্ড পরিবর্তন করেন আইডিটি’র।

এ বিষয়ে জানতে চসিক ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সচিব মো. সাইফুদ্দীন বলেন, “সকাল ১০টা থেকে দুপুর ১টার পর্যন্ত হ্যাকারদের হাতে ছিল জন্মনিবন্ধন আইডি’র নিয়ন্ত্রণ। আমরা বিষয়টি বুঝতে পারার পর দ্রুত আইডিটি’র নিয়ন্ত্রণ নিয়েছি। পরে বিষয়টি মেয়র, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার ট্রাইব্যুনাল ইউনিটকে জানিয়েছি। পাশাপাশি স্থানীয় থানায় একটি জিডিও করা হয়েছে।”

এসময় তিনি আরও জানান, যেহেতু পুরো সার্ভারটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। তাই অবৈধভাবে নেওয়া ৮৪টি জন্মনিবন্ধন বাতিলের ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ছিনতাইকালে র‍্যাব সদস্যসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুন পুড়েছে ৩৫ লক্ষাধিক টাকার পাট