রাঙ্গুনিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ১১:৪৮ অপরাহ্ণ

মাত্র তিন দিন আগে স্কুলের শিশুশ্রেণিতে ভর্তি হয়েছিল শিশুকন্যা মোছাম্মৎ মিম (৫)। ভর্তি হওয়ার পর থেকে বিপুল উৎসাহে স্কুলে আসা-যাওয়া করছিল। বৃহস্পতিবারও সে স্কুলে যায়। শ্রেণী কার্যক্রম শেষে বেলা ১২টার দিকে বাড়ি ফিরছিল। ফেরার পথে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়। রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলি গ্রাম সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মিম ওই গ্রামের খান বাড়ি টিলা এলাকার মো. মুহিত সরকারের শিশুকন্যা এবং বগাবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় মো. আশরাফ খান জানান, বেলা ১২টার দিকে সে স্কুল থেকে ফেরার পথে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে কাটাতে গিয়ে আবারও তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে একইদিন রাত ৮টার দিকে নামাজের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু তৈয়ব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ