চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মো. রাজা মিয়া (৫২)। তার বাড়ি একই ইউনিয়নের নাপিত পুকুরিয়া গ্রামে।
জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের দশমাইল-রাজারহাট সড়কের রাজারহাটে যাচ্ছিলেন রাজা মিয়া। তিনি মহাজন পাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।