সকল ধরনের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আজ শনিবার(৬ আগস্ট) সকাল ১০টার পর থেকে হঠাৎ করে পার্বত্য জেলা রাঙামাটিতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে জেলা বাস ও অটোরিকশা সমিতি। পূর্ব ঘোষণা ছাড়াই বাস ও অটোরিকশা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে যাত্রী সাধারণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শহরের একমাত্র যাতায়াতের বাহন অটোরিকশা। কোথাও কোথাও অটোরিকশার যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। সবচেয়ে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও অসুস্থ রোগীরা।
বাস ও অটোরিকশা সমিতির মালিক ও চালকরা জানান, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো বন্ধ ছিল। সরকার জ্বালানি তেলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করেছে। এতো দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় কারণ তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তিও হবে না। এই কারণে গাড়ি না চালানোটাই ভালো।
এদিকে, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, “সকাল থেকে আমরা গাড়ি চালিয়েছিলাম কিন্তু ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা হওয়ায় আমরা গাড়ি চালানো বন্ধ রাখছি।”
তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় আমরা ভাড়া বৃদ্ধির জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আমাদের আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।”
এ প্রসঙ্গে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আগামীকাল সকাল ১১টায় আমরা এ সংক্রান্ত সভা আহ্বান করেছি। সভায় ভাড়া নিয়ে সিদ্ধান্ত হবে।”