চলতি মাসের শুরুতে বিদ্যুত বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই প্রকৌশলীকে দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের একজন পিজিসিবির উপ-সহকারী প্রকৌশলী এবং অন্যজন সহকারী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা। তবে মন্ত্রণালয় থেকে এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি করা হয়েছিল। এর মধ্যে পিজিসিবির তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী এ দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।“
ওই ঘটনায় আর কারও দায়িত্বে অবহেলা থাকলে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অন্যান্য তদন্তে বাকি যারা জড়িত আছে, তাদের নামও বেরিয়ে আসবে। তখন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।“
বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে গত ৪ অক্টোবর দুপুরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসে। তবে এরপর থেকে লোডশেডি বেড়ে গেছে।
গ্রিড বিপর্যয়ের পেছনে কারিগরি নয়, ‘ব্যবস্থাপনাগত ক্রুটি’ ছিল জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর পেছনে সঞ্চালন কোম্পানি পিজিসিবির কর্মকর্তাদের দায় থাকার কথা বলেছিলেন এরআগে।
গত শুক্রবার রাতে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক আলোচনায় অনুষ্ঠানে তিনি বলেন, “এ কারণে আমরা কতগুলো মানুষকে আইডেন্টিফাই করেছি, যারা কথাগুলো শুনতে চেষ্টা করেনি। এদেরকে আমরা স্যাক করব। আগামী রোববারের মধ্যেই ব্যবস্থা নেব। এটা কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না। ম্যানেজমেন্টের ফল্ট ছিল।”
আজ রোববার দুজনকে সাময়িক বরখাস্তের খবর দিয়েও একই ধরনের কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, পিজিসিবির তদন্ত প্রতিবেদনে গ্রিড বিপর্যয়ের প্রথম কারণ হিসেবে ‘দায়িত্বে অবহেলার’ কথাই এসেছে।
তিনি বলেন, “সে অনুযায়ী আপাতত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে আরও দুটি তদন্ত কমিটি আমরা করেছি। এর মধ্যে একটি বিদ্যুৎ বিভাগের, এছাড়া বাইরের একটি কমিটি আমরা করেছি। তাদের প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগতে পারে। সব প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত সবগুলো কারণ বলা সম্ভব নয়।”
যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের গাফলতি প্রমাণিত কিনা– এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, “আপাতত তাই পাওয়া গেছে। কোম্পানি আইন অনুযায়ী সরাসরি চাকরিচ্যুত করা যায়। কিন্তু আমরা তা করব না। আপাতত সাময়িক বরখাস্ত করা হচ্ছে।”