এখনো নিখোঁজ ২ নাবিক

দুই লাইটারেজ জাহাজের সংঘর্ষ

আজাদী অনলাইন | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই লাইটারেজ জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুই নাবিকের সন্ধান এখনো পাওয়া যায়নি।

আজ রোববার (১৬ অক্টোবর) সকালে সাগরে তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা।

এর আগে গতকাল শনিবারও দিনভর অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে পতেঙ্গা থেকে অদূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকসের সংঘর্ষ হয়।

এমভি সুলতান সানজার ডুবে গেলে জাহাজে থাকা ৯ নাবিকের মধ্যে তিনজন সমুদ্রে লাফিয়ে পড়েন এবং পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ হন জাহাজের ছয় নাবিক।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে নিখোঁজ ৬ জনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় এখনো দুই নাবিক নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আল আমিন বলেন, শনিবার দিনভর সাগরে নিখোঁজ নাবিকদের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়েও সন্ধান মিলেনি। রোববারও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা শনাক্ত ৬
পরবর্তী নিবন্ধদায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে দুই প্রকৌশলী বরখাস্ত