পটিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ১০:৩১ অপরাহ্ণ

পটিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। সম্পর্কে এই দুই বোন হলো রুমা আকতার (৮) ও সুবর্না আকতার সোমা (৭)।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের পদ্ম পুকুরে এ ঘটনা ঘটে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া আয়েশা ফারজানা বলেন, “দুপুরে পানিতে ডুবে যাওয়া দুইজন শিশুকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধদোহাজারী পৌরবাসী পেয়েছে সৎ ও নিষ্ঠাবান পৌরপিতা