দোহাজারী পৌরবাসী পেয়েছে সৎ ও নিষ্ঠাবান পৌরপিতা

নবনির্বাচিত মেয়রকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ১০:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, “দোহাজারী পৌরবাসীর দাবি ছিল নির্বাচনের মাধ্যমে একজন মেয়র নির্বাচিত করা। দোহাজারী পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ৬ বছর পর গত ১৭ জুলাই সেই আকাঙ্খিত নির্বাচনের মধ্য দিয়ে জনগণের দাবি পূরণ হয়েছে। দোহাজারীবাসী পেয়েছে একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী পৌর মেয়র। সম্প্রতি ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের জন্য তিনি যেভাবে পরিশ্রম করেছেন তাতে তিনি যোগ্য পৌরপিতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন।”

তিনি আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে দোহাজারী পৌরসভা চত্বরে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র মো. লোকমান হাকিম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় আরো অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, আওয়ামী লীগ নেতা আব্দুল শুক্কুর, বশির উদ্দিন খান মুরাদ, নবাব আলী, যুবলীগ নেতা মো. সোলাইমান, কমিশনার মোহাম্মদ ইদ্রিচ।

এতে আরো উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলিম, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, খাগরিরয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ব্যবসায়ী আলী আকবর, মনসুর আলী ফয়সাল প্রমুখ। এছাড়া নবনির্বাচিত সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আকতার সানজিদা জাফর পপি ও কবি জাহাঙ্গীর আলম।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত মেয়র মো. লোকমান হাকিমের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। পরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ হোসাইন আলকাদেরী।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
পরবর্তী নিবন্ধটেলিগ্রাম কেন এত জনপ্রিয়?