কে সে?

নয়াপল্টনে অস্ত্রহাতে যুবকটি পুলিশ নয়!

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৩:২৬ অপরাহ্ণ

রাজধানী ঢাকার নয়াপল্টনে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবককে দেখা যায়।

সেদিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পুলিশের সঙ্গে অস্ত্রহাতে থাকা ওই যুবকের অ্যাকশনের ছবি ও ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সর্বস্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রথমে ধারণা করা হয়েছিল ওই যুবক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য কিন্তু বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি’র যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার জানান, বুধবারের (৭ ডিসেম্বর) ঘটনার পরে জননিরাপত্তা রক্ষায় পুলিশের সবাই ব্যস্ত রয়েছে। ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টনে বিএনপি কার্যালয় তালাবদ্ধ, কড়া পাহারায় পুলিশ
পরবর্তী নিবন্ধফখরুলকে অফিসে ঢুকতে দেয়নি পুলিশ