সাত গুণী নাট্যশিল্পী ও কলাকুশলীকে আজীবন সম্মাননা দিয়েছে চট্টগ্রাম নাট্য শিল্পী কল্যাণ সমিতি।
সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন সুর্বণা ভট্টাচার্য, সাধন দে, মোঃ নুরন্নবী চৌধুরী, শরাফত চৌধুরী, মোঃ মাহবুব আলী, সোমা ভট্টাচার্য ও সমীরণ চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির সাবেক সভাপতি নাট্যজন চন্দ্রনাথ বিশ্বাস চাঁদু।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম নাট্য শিল্পী কল্যাণ সমিতির সভাপতি শরাফত চৌধুরী, সাধারণ সম্পাদক এ.কে পিন্টু, নাট্যজন সুর্দশন চক্রবর্তী, মোঃ নুরন্নবী চৌধুরী।
বক্তারা সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের নাট্যজীবনের নানা দিক তুলে ধরেন।
সভা শেষে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।