অফিস যাওয়ার পথে শিক্ষার্থী-দোকানকর্মীদের সংঘর্ষে আহত নাহিদের মৃত্যু

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১০:১৪ অপরাহ্ণ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের মধ্যে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতের নাম নাহিদ হাসান (২৩) বলে জানা গেছে। তিনি ডি লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যানের চাকরি করতেন বলে তার স্বজনরা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।

জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন আজ রাত ৯টা ৪০ মিনিটে যখন নাহিদের মৃত্যু ঘোষণা করেন তখন হাসপাতালে উপস্থিত তার স্ত্রী ডালিয়া সুলতানা কান্নায় ভেঙে পড়েন।

ছয় মাস আগে বিয়ে করার পর নাহিদ ও ডালিয়া ঢাকার কামরাঙ্গীরচরে বাসা ভাড়া করে থাকতেন।

নিহত নাহিদের স্ত্রী ডালিয়া আক্তার জানান, সকালে কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ির এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যান নাহিদ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদ হাসানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পান তার স্ত্রী। তার বাবার নাম নাদিম হাসান।

শুভ নামে একজন গত সোমবার দুপুরের দিকে আহত অবস্থায় নাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি সেই সময় জানিয়েছিলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিদ রাস্তায় পড়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধাপরাধী ও খুনীদের পুনর্বাসনের জন্য জাতীয় সরকার গঠনের ষড়যন্ত্র করছে বিএনপি
পরবর্তী নিবন্ধট্যাগ পরিবর্তন করে প্রতারণা