মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৫০

আজাদী অনলাইন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:০৩ অপরাহ্ণ

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মুন্সীগঞ্জের মুক্তারপুর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকায় এ সংঘর্ষ চলে।

পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মুক্তারপুরের মাল্টিপারপাস হিমাগারে বিএনপি কর্মী সমাবেশ ডাকে। অনুমতি ছাড়াই তারা হিমাগারে না থেকে মিছিল নিয়ে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট চত্বরে সমবেত হতে থাকে। এ সময় তারা ট্রাক আড়াআড়ি করে রাস্তা বন্ধ করে দেয়।

তিনি বলেন, “পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে সমানে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ, আমিসহ (সদর থানার ওসি) অন্তত ২৫ পুলিশ আহত হন।”

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে বলে জানান ওসি।

ওসি তারিকুজ্জামান আরও জানান, সংঘর্ষ চলাকালে মুন্সীগঞ্জের সমকাল প্রতিনিধি কাজী সাব্বির আহম্মেদ দিপু, দিনকাল প্রতিনিধি গুলজার হোসেন, স্থানীয় সাংবাদিক মো. রুবেলসহ অন্তত ৫০ জন আহত হন।

এ সময় অন্তত ছয়টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা