১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সন্দ্বীপ উপজেলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মঈন উদ্দিন, কৃষি অফিসার মেজবাহুল করীম, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন, শিক্ষা অফিসার খোরশেদ আলম, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় মুজিবনগর দিবস উপলক্ষে বক্তব্য রাখেন সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে তখনই বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস শুরু হয়েছে। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন, এ ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে সাংবাদিকদের একটা অংশ। এছাড়া তিনি ৭২-৭৫ সালে জাসদের সরকার বিরোধী ভূমিকার সমালোচনা করে বলেন তখন তারা বাসন্তীর গালগল্প রচনা করেছিলো