পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে

আজাদী অনলাইন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১:১৬ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

তুরস্ক সফর শেষে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ায় বিমান অবতরণ করার পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল রবিবার (১৩ মার্চ) বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) শফিউল আলম জুয়েল এক ফেসবুক পোস্টে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি মহোদয় তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। উনি ঢাকার সিএমএইচ হাসপাতালে অবজারভেশনে আছেন। বর্তমানে উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।”

গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর তুরস্ক সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্রমন্ত্রী এখন শঙ্কামুক্ত। এখন পূর্ণ বিশ্রামে আছেন। হাসপাতালে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে মহিলার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা