মীরসরাই উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বালু উত্তোলনের বিষয়ে বিবাদকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মীরসরাই উপজেলার বারৈয়ার হাট পৌরসভার মেয়র ও বারইয়ার হাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন (৪৬), বারইয়ার হাট পৌর যুবলীগ নেতা অশোক সেন (৪৭) ও ৫নং ওচমানপুর ইউনিয়ন যুবলীগ নেতা শহিদ খান দুখু (৪৪) গুলিবিদ্ধ হয়েছেন।
তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুহুরী প্রকল্প এলাকার ফেনী নদীর পাড়ে মীরসরাই উপজেলার অংশে উক্ত হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মস্তাননগর হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে যায়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, রেজাউল করিম খোকন পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, “মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। আমরাও ঘটনার প্রকৃত কারণ জানার জন্য বিস্তারিত তদন্ত করার চেষ্টা করছি।”
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীর মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে ফেনীর চেয়ারম্যান রিপনের লোকজনের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে মেয়র রেজাউল করিম খোকন মীমাংসা করতে গেলে তিনি সহ উক্ত ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন। সকলেই বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।