দেশে করোনায় ৪ মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৫:৪১ অপরাহ্ণ

দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে আরও ৩৪৬ জন কোভিড রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৩৪৬ জন রোগী শনাক্ত হয়।

ফলে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৯২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ৬৮৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২১১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩০টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

যাদের মৃত্যু হয়েছে, তাদের দুজন ঢাকার এবং বাকিরা সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দুজনের বয়স ছিল ৬১ বছরের বেশি। একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং অন্যজনের ৩১ থেকে ৪০ বছরের ভেতরে ছিল।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ার হাট পৌর মেয়র সহ ৩ যুবলীগ নেতা গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের অর্থমন্ত্রী বরখাস্ত