লোহাগাড়ায় বসতঘরের টিনের চাল ভেঙ্গে পড়ে শহিদুল ইসলাম (৩৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরবেশহাট হাজির পাড়ার মো. ইদ্রিসের পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর ও ৩ সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১০ ফেব্রুয়ারি সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একজনের বসতঘরের টিনের চালে পাতা পরিষ্কার করতে উঠেন শহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশতঃ টিনের চালটি ভেঙ্গে নিচে পড়ে যান তিনি। এতে শহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান।
আহত অবস্থায় তাকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।