হাটহাজারীতে গোপন মিটিং করার সময় শিবিরের তিন সদস্য গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪২ অপরাহ্ণ

হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইসলামী ছাত্র শিবিরের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারর হলো হামেদ হাসান মামুন (২৬), মো. সাফায়েত হোসেন (২২) ও তরিকুল ইসলাম(২২)।

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের লিটল ফ্লাওয়ার স্কুলের অফিস কক্ষে গোপন মিটিং করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন জেহাদী বই জব্দ করা হয়েছে।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, ইসলামী ছাত্র শিবিরের কয়েক কর্মীর বুড়িশ্চর লিটল ফ্লাওয়ার স্কুলের অফিস কক্ষে গোপন মিটিং করার সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে কিছু জেহাদি বইও উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২০২৬ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর : নৌপরিবহন প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় টিনের চাল ভেঙে পড়ে আহত যুবকের মৃত্যু