লোহাগাড়ায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

অস্ত্র-গুলি সহ কাভার্ডভ্যান চালক-সহকারী গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ২:৪৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ ও একটি রিভলভারসহ ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি আশি লাখ টাকা।

গ্রেফতাররা হলো ময়মনসিংহ তারাকান্দা চরপাড়া এলাকার নুর উদ্দিনের পুত্র ফরিদ মিয়া (২৫) ও জোরালগঞ্জ সোনাপাহাড় এলাকার মৃত সমশুল হকের পুত্র নুর হোসেন সবুজ (২৭)। তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি কার্ভাডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় কার্ভাডভ্যান চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এছাড়া চালক ও সহকারীর দেহ তল্লাশি করে রিভলভার ও কার্তুজ পাওয়া যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেপরোয়া ট্রাকের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১